Confusion Song/কনফিউশন গানটি সিনা হাসানের অসাধারণ একটি বাংলা গান।গানটি “Confusion” অ্যালবামের একটি জনপ্রিয় গান। গানটির কথা ও সুর করেছেন সিনা হাসান। গিটার -আহনাফ অনিক, বেস-রাফিন, ড্রাম- মেহেদি হাসান, গ্রাফিক্স- মান্দির। গানের কথা ও গাওয়ার ধরন অসাধারণ হয়েছে। গানটি ইতো মধ্যে মানুষের মনে জায়গা করে নিয়েছে। গানটির লিরিক্স ও গানের ভিডিও নিচে আপনাদের জন্য উপস্থাপন করা হলো-
গান: কনফিউশন
অ্যালবাম: কনফিউশন
শিল্পী : সিনা হাসান
কথা ও সুর: সিনা হাসান
গিটার: আহনাফ অনিক
বেস: রাফিন
ড্রাম: মেহেদি হাসান
গ্রাফিক্স: মান্দির
Tomay Valobashi Na Abar Bodhoy Bashi Lyrics
এই চেনা শহর চেনা সময়
সময় গড়ালে অচেনাও হয়
এই তোমায় নিয়ে আমি ভাবি
তোমায় অনেক চিনে ফেলেছি
আসলে কি করেছি?
তোমায় আমি চিনি না, আবার বোধ হয় চিনি
তোমায় আমি চিনি না, আবার বোধ হয় চিনি
তোমায় আমি চিনি না, আবার বোধ হয় চিনি
তোমায় আমি চিনি না, আবার বোধ হয় চিনি
এই ভালোবাসা দিলাম তোমায়
কিন্তু একটা কিন্তু থেকেই যায়
যখন দূরে দূরে থাকো তুমি
তখন অনেক ভালোবেসে ফেলি, হায়!
আসলে কি বেসেছি?
তোমায় ভালোবাসি না, আবার বোধ হয় বাসি
তোমায় ভালোবাসি না, আবার বোধ হয় বাসি
তোমায় ভালোবাসি না, আবার বোধ হয় বাসি
তোমায় ভালোবাসি না, আবার বোধ হয় বাসি
এই চেনা রাস্তা, চেনা বাস-ট্রেন
চেনা-অচেনায় দেখি
সবাই ছুটে চলে একলা কিংবা
দলে দলে ঠিক কিংবা ভুলে
বইতে বইতে যেমন জল
কেমনে কেমনে কেমনে সব এক হয়ে যায়?
সুখ-দু:খ কষ্টের পাহাড়ের ঝর্ণার মতো বয়ে চলা মানুষদের
আমি ডাকি না
আমি ডাকি না
আমি ডাকি না
আমি ডাকি না, নাকি ডাকি?
আমি চিনি না
আমি চিনি না
আমি চিনি না
আমি চিনি না, নাকি চিনি?
কাউকে আমি চিনি না, আবার বোধ হয় চিনি
কাউকে আমি চিনি না, আবার বোধ হয় চিনি
কাউকে ভালোবাসি না, আবার বোধ হয় বাসি
কাউকে ভালোবাসি না, আবার বোধ হয় বাসি
কাউকে আমি ডাকি না, আবার বোধ হয় ডাকি
কাউকে আমি ডাকি না, আবার বোধ হয় ডাকি
কাউকে আমি চিনি না, আবার বোধ হয় চিনি
কাউকে আমি চিনি না, আবার বোধ হয় চিনি