Tobuo Valobasi ( তবুও ভালোবাসি) By Adnan Kabir Lyrics & Tune of the song is Adnan Kabir, Music By AH Turjo. This song is produced by Prince Samsul; Color and Edited by Prince Samsul and Label is Samsul Official. কোন কারণে চইলা গেলি বইলা গেলি না গানটি ইতোমধ্যে বাংলাদেশের মানুষের অন্তরের মধ্যে স্থান করে নিয়েছে। আমরা আশাকরি অতি শ্রীঘ্রই গানটির জন্যপ্রিয়তা শীর্ষস্থান দখল করবে।

কোন কারণে চইলা গেলি বইলা গেলি না
তবে কি আমি তোর মনের মতন না।
তুই চইলা গেলি ভুইলা গেলে কষ্ট দিলি দিলে
কেমন করে ভুলব তোরে শুধুই মনে পড়ে।।
বুকের ভেতর ইটের ভাটা জ্বলেরে দাও দাও
মন কারিঘর দিল মন কেন তুমি কাঁদাও,
অ..বুকের ভেতর ইটের ভাটা জ্বলেরে দাও দাও
মন কারিঘর দিল মন কেন তুমি কাঁদাও
তুই চইলা গেলি ভুইলা গেলে কষ্ট দিলি দিলে
কেমন করে ভুলব তোরে শুধুই মনে পড়ে।।
চোখের কোনে জলের নদী মুখে মিথ্যা হাসি
অন্তর বলে পুড়াও যতো তবুও ভালোবাসি
অ…চোখের কোনে জলের নদী মুখে মিথ্যা হাসি
অন্তর বলে পুড়াও যতো তবুও ভালোবাসি
তুই চইলা গেলি ভুইলা গেলে কষ্ট দিলি দিলে
কেমন করে ভুলব তোরে শুধুই মনে পড়ে।।