সবাইকে মদিনায় নিলা আমায় নিলা না, নবী
মদিনা মোর আসল ঠিকানা, আল্লাহ। (২বার)
যেথায় আল্লাহ সেথায় নবী, নূর-নবীজি দিনের রবি
দেখিবি যদি নূরের ছবি, যা তুই মদিনা
মদিনা মোর আসল ঠিকানা, আল্লাহ । (ঐ)
নবীজির সঙ্গ লবি, চির-জীবন সুখে রবি
মরাদিল তোর তাজা হবে, মরা রবে না,
মদিনা মোর আসল ঠিকানা, আল্লাহ । (ঐ)
নবীর কতো শৌকতশান, নবী আল্লাহর বিধিবিধান
সেই নবীজির মহব্বতে মিলাদ পড়োনা, তুমি
মদিনা মোর আসল ঠিকানা, আল্লাহ। (ঐ)