`Ogo Bideshini | ওগো বিদেশিনী lyrics’ এ গানটি গেয়েছে প্রয়াত বিশিষ্ট কন্ঠ শিল্পী এন্ড্র কিশোর। গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান মনির। সুর ও প্রযোজনা করেছেন শেখ সাদি খান। আপনি যাতে সহজে গানটি গাইতে পারেন তার জন্য লিরিক্স লিখে দিলাম। esonglyrics.com এর সাথে থাকার জন্য ধন্যবাদ।
ওগো বিদেশিনী
তোমার চেরি ফুল দাও,
আমার শিউলী নাও
দু’জনে প্রেমে হই ঋণী। (ঐ)
দুটি মনের একটি আশা
তারই নাম ভালোবাসা
কেনো বুঝো না ওগো নীল নয়না
তুমি আমার মনোহারিণী। (ঐ)
====ওগো বিদেশিনী lyrics ====
কিছু দিনের একটু স্মৃতি,
অনুরাগ অনুভূতি,
ভুলে যেও না ওগো মৌ ললনা
অভিসারের এই কাহিনী। (ঐ)