Nam Thikana Jana Nai Lyrics: “নাম ঠিকানা যানা নাই” এ অসাধারণ বাংলা গানটি গেয়েছেন বাংলাদেশের বিখ্যাত শিল্পী ফকির সাহাবুদ্দীন। গানটির কথা লিখেছেন জামাল রেজা। গানটি চট্টগ্রামের একটি আঞ্চলিক অত্যন্ত জনপ্রিয় গান। গানটির লিরিক্স নিচে দেওয়া হলো।
Song: Nam Thikana Jana Nai
Lyric: Jamal Reza
Tune: Fakir Shahbuddin
Singer: Anannya
Video Direction: Izaz Khan Swapon
Youtube Channel: Channel i Tv
Nam Thikana Jana Nai Lyrics
নাম ঠিকানা যানা নাই
তোয়ার হবর কেনে পাই
তোয়ার লাই আর পরাণ জলি যার
আত্তুন তোয়ার লাই আর পরাণ পুরি যার,
চিটাগাং আইলে তোয়ারে পতেঙ্গা লই যাইয়ুম
সুন্দর সুন্দর চিন-চিনারি তোয়ারে দেহাইয়ুম,
চিটাগাং আইলে তোয়ারে পতেঙ্গা লই যাইয়ুম
সুন্দর সুন্দর চিন-চিনারি তোয়ারে দেহাইয়ুম,
রাঙ্গা মাটি লই যাই তোয়ারে গোসল গইরগম লেকত যাই
ওরে হাক্সবাজার লই যাই তোয়ারে গোসল গইরগম দইরগাত যাই,
তোয়ার লাই আর পরান পুরি যার
আত্তুন তোয়ার লাই আর পরাণ পুরি যার।
তোয়ার হতা মনত অইলে বুকত ধরপর গরে
প্রেমর জ্বালাই জ্বলি মরি বুকর ব্যথা বারে,
তোয়ার হতা মনত অইলে বুকত ধরপর গরে
প্রেমর জ্বালাই জ্বলি মরি বুকর ব্যথা বারে,
ওরে চিড়ি পত্র দিবার লাই
নাম ঠিকানা নাই তোয়ার,
ওরে চিড়ি পত্র দিবার লাই
তোয়ার ঠিকানা আই তোয়াই
ওরে, ওরে চিড়ি পত্র দিবার লাই
তোয়ার ঠিকানা আই তোয়াই
তোয়ার লাই আর পরাণ জলি যার
আত্তুন তোয়ার লাই আর পরাণ পুরি যার।
নাম ঠিকানা যানা নাই
তোয়ার হবর কেনে পাই
তোয়ার লাই আর পরাণ জলি যার
আত্তুন তোয়ার লাই আর পরাণ পুরি যার।