নবী মাের পরশমনি, নবী মাের সােনার খনি
নবী নাম জপে যে জন, সেইতাে দোজাহানের ধ্বনি।
নবী মাের নূরে খােদা, তার তরে সকল পয়দা
আদমের কলবেতে, তারই নুরের রওশানী।
ঐ নামে সুর ধরিয়া, পাখি যায় গান করিয়া
যে নামে আকুল হয়ে, ফুলফুটে সােনার বরণি।
চাঁদ সুরুজ গ্রহতারা তারই নুরের ইশারা
নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী।
ঐ নামে মধু মাখা, যে নামে যাদু রাখা
ঐ নামে মজনু হল, মাওলা আমার কাদের গনি।