মন মানে না গানটি এপার ওপার দুই বাংলার একটি অত্যন্ত জনপ্রিয় গান। গানটি ‘আই লাভ ইউ’ নামক ভারতীয় বাংলা সিনেমার একটি গান। গানটির মিউজিক কম্পোজ করেছেন জনপ্রিয় সংগীত গবেষক , সুরকার ও শিল্পী জিৎ গাঙ্গুলী। গানটি লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়। গানটির শিল্পী হচ্ছে Zubeen Garg and June Banerjee। ডিরেক্টেড বাই রাবি কিনাগী। মিউজিক লেবেল SVF Music. গানটি সর্ব প্রথম Surinder Films নামক ইউটিউব চ্যানেলে প্রচারিত হয় ২০১৮ সালে। এপর্যন্ত গানটি ইউটিউব চ্যানেলে ভিউ হয়েছে ২৮ মিলিয়ন বার।

মন মানে না , মন মানে না
মন মানে না , মন মানে না …..
প্রেমেরই নীল ইসারাতে এলোমেলো হাওয়া
মনেরই মাঝে জাগালো আরো আরো চাওয়া
প্রেমেরই নীল ইসারাতে এলোমেলো হাওয়া,
মনেরই মাঝে জাগালো আরো আরো চাওয়া
আগুন আগুন ভালবাসা নেভালে যে
নেভে না ও,ও,ও,ও….
মন মানে না মানে না
মন মানে না মানে না
মন মানে না মানে না
মন মানে না ………।
স্বপ্ন আসে চোঁখে ভাসে
কত আশা মনে জাগে
হো- চেনা জীবন বদলে গেল
আরও যে রঙিন লাগে
নেসা নেসা ভালবাসায় ধরা
কি আজ দেবেনা ?
মন মানে না মানে না
মন মানে না মানে না
মন মানে না মানে না
মন মানে না………।
ঘুম আসে না, দুটি চোঁখে , জ্বলে নেভে দুটি তারা
মনের পথে, চলি তবু , একা লাগে তুমি ছাড়া
কিছু আসায় চোঁখের ভাষায় , থমকে থাকে কামনা
মন মানে না, মানে না
মন মানে না, মানে না
মন মানে না, মানে না
মন মানে না………..।