Lyrics of Oniket Prantor: Oniket Prantor is a favorite Bengali Band Song. The Lyric writer of the song is Artcell and Tune is Artcell. It is a song of Oniket Prantor Album.
This song has been well received by the audience. The song was first aired on the YouTube channel G Series Music. The song has been viewed 15,108,865 times on YouTube so far. The lyrics have been published on our site. Thanks for staying with our website.

তবু এই দেওয়ালের শরীরে
যতো ছেঁড়া রং ধুয়ে যাওয়া মানুষ
পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার
যতো উদ্ভাসিত আলো রং
আকাশের মতন অকস্মাৎ
নীল নীলে ডুবে থাকা তোমার প্রিয় কোনো মুখ
তার চোখের কাছাকাছি এসে কেন পথ ভেঙে
দু’টো মানচিত্র এঁকে দু’টো দেশের মাঝে
বিঁধে আছে অনুভূতিগুলোর
ব্যবচ্ছেদ…………………………
========== Lyrics of oniket prantor ===========
তবু এইখানে আছে অবলীল হাওয়া
জানালা বদ্ধ ঘরে আসে যায়
দেয়াল ধরে বেড়ে ওঠে মধ্যরাত
তোমার ছায়ায় জমে এসে ভয়
আলোকে চিনে নেয় আমার অবাধ্য সাহস
ভেতরে এখন কি নেই কাপুরুষ অন্ধকার একা?
তোমাকে ঘিরে পথগুলো সব সরে যায়
রাত্রির এই একা ঘর ঝুলে আছে শূন্যের কাঁটাতারে
দু’টো মানচিত্র এঁকে দু’টো দেশের মাঝে
মিশে আছে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ
তুব এই দু’টি কাঁটাতারে, শহরের মতো করে
ভিড়ে ভরে গেছে ঘুম আমার
অচেতন কখন বেওয়ারিশ মাটির কাছে এসে
সময় কে এপিটাফ ভেবে হাঁটু গেড়ে বসে
========== Lyrics of oniket prantor ===========
তবু এখানে বাতাস আসে দুরত্বের উৎসাহে
শরৎ জমে আছে ঠাণ্ডা ঘাসে
তোমার চোখের মাঝে দূরের একা পথ
এখানে ভাঙে না দু’টো দেশে
মেঘের দূরপথ ভেঙে বুকের গভীর অন্ধকারে
আলোর নির্বাসন স্মৃতির মতন
অবিকল স্বপ্নঘর বাঁধা
স্মৃতির অন্ধ নির্জনে
সময় থেমে থাকে
অনাগত যুদ্ধের বিপরীতে
এখানে সরণির লেখা নেই নাম,
কোনো শহীদ স্মারকে
তোমার জন্য জমা থাকে শুধু স্বপ্নঘর
জানালায় ঝুলে থাকে না শূন্যতার অবচেতন
তোমার ঘরের অন্ধ আলোয় অদেখা
এখানের নির্জন অনিকেত প্রান্তর
তবুও তোমার ভাঙা স্মৃতি, ছেঁড়া স্বপ্ন, দোমড়ানো খেলাঘর
ছেঁড়া আকাশ, ভাঙা কাঁচে
আলো আর অন্ধকার তোমার
তোমার দেয়ালে কত লেখা
মানুষের দেয়ালে দেয়াল
বেড়ে ওঠে কাঁটাতার
এখানে এ মহান মানচিত্রের ভাগাড়
তোমার শূন্যঘরে ভরা স্মৃতি
জড় পাথরে লেখা নাম – শহীদ স্মরণী
জানালার বাইরে ভেসে গেছে দূরের আকাশ
বিঁধে আছি সময়ের কাঁটাতারে
বিঁধে আছো ছেঁড়া আকাশের মত তুমি
তোমার স্বপ্নের দলা পাকানো
বাসি কবিতা, নষ্ট গানে
তোমার জানালার বাইরে শূন্য আকাশ
তবু অনিকেত এই প্রান্তরে
এখানে এখনও শরতের প্রচুর বাতাসে
সবুজের ঘ্রাণে ভরে আছে অন্ধকার এ ঘর তোমার
দেয়ালে এখন শুধু মৃত্যুর মৃত রেখাপাত
তোমাকে কড়া নাড়ে স্মৃতিরা, ভাঙা স্বপ্ন
ঘুমের মত নেশাময় কত
কত শিশু, কত আলোর মশাল নিভে গেছে
নিভে গেছে কত অচেনা ভয়
তোমাকে এখন অপরিণত এক অচেনা স্মৃতি মনে হয়
তোমার জানালার বাইরে শূন্যে
দূরের স্বপ্নঘর, ঝুলে আছি নির্জনতায়
মৃত্যু কি অনিকেত প্রান্তর?
========== Lyrics of oniket prantor ===========
English Translate:
Yet in the body of this wall
As much as people are washed away by torn colors
Professional revenge is your consciousness
As much as the exposed light color
Suddenly like the sky
Any of your favorite faces drowning in blue
Why break the path when it comes close to his eyes
Draw two maps between two countries
Feelings are intertwined
Dissection …………………………
Yet there is a strong wind here
The window comes into the closed room
The walls grew over midnight
Fear in your shadow
The light recognizes my disobedient courage
Is there no cowardly darkness inside now alone?
All the paths around you move away
This lonely house of the night hangs on the barbed wire of zero
Draw two maps between two countries
There is a dissection of feelings
Tub is on these two barbed wire, as a city
The crowd is full of sleep
When the unconscious comes to the barren ground
Time who thinks the epitaph sits on his knees
Yet here the wind comes in the excitement of distance
Autumn is frozen in the cold grass
The only distant path between your eyes
It doesn’t break here in two countries
The distance of the clouds broke in the deep darkness of the chest
The expulsion of light is like a memory
Precisely tied to the bedroom
In the blind solitude of memory
Time stops
In contrast to future wars
The name of the street is not written here,
To any martyr’s memory
Only the dream house is reserved for you
The subconscious of emptiness does not hang in the window
Unseen in the blind light of your house
The lonely Aniket desert here
Yet your broken memories, torn dreams, twisted playground
Torn sky, broken glass
Light and darkness are yours
How much is written on your wall
Wall to wall with people
Grew thorns
Here’s a look at this great map
Memories filled in your void
Name written on inert stone – Shaheed Smarani
The distant sky floated out the window
I am stuck in the thorns of time
You are like a torn sky
Rolling the lump of your dreams
Stale poems, lost songs
The empty sky outside your window
Yet Aniket is in this wilderness
There is still plenty of autumn air here
This dark house of yours is full of the scent of green
The wall is now just a deadline of death
Memories shake you hard, broken dreams
How intoxicating as sleep
How many children, how many torches of light have gone out
How many unknown fears are gone
You seem like an immature memory now
In the air outside your window
Far away dream house, hanging in solitude
Is death Aniket Prantra?