Jonmo Amar Nobir Joge Lyrics: ‘জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো’ ইসলামী সংগীতটি গেয়েছে বিশিষ্ট নাশিদ শিল্পী মোহাম্মদ ইকবাল। সংগীতটি ইতোমধ্যে মানুষের হ্রদয়ে জায়গা করে নিয়েছে। গানটি প্রথম প্রচারিত হয় ”Huzur Studio” নামক ইউটিউব চ্যানেলে। ইসলামী সংগীতটি এ পর্যন্ত 1,431,844 বার ভিও হয়েছে। সংগীতটির লিরিক্স নিচে আপনাদের জন্য উপস্থাপন করলাম।
Jonmo Amar Nobir Joge Lyrics
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো
দু’নয়নে রাসূলে(দ:) পাক দেখিলে কেমন হতো
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো।
আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান
যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান (২বার),
দয়াল নবীর পিছে নামায পড়লে কেমন হতো
দু’নয়নে রাসূলে(দ:) পাক দেখিলে কেমন হতো
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো।
দ্বীনি কতো আলোচনায় থাকতাম আমি অধম
সামনে রাসূলে(দ:) পাক হতো পাশে সাহাবাগণ (২বার),
বুবকর-ওমর-ওসমান-আলীর সঙ্গী কেমন হতো
দু’নয়নে রাসূলে(দ:) পাক দেখিলে কেমন হতো
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো।
কেমন ছিল সে দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবি
খেলছে শিশু হাছান-হোসাইন সাথে দয়াল নবী (২বার),
নবীর পাক জবানে ডাকছে হাছান শুনলে কেমন হতো
নবীর কাঁধ মোবারকে নাতি হোসাইন
দু’নয়নে রাসূলে(দ:) পাক দেখিলে কেমন হতো
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো।
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো
দু’নয়নে রাসূলে(দ:) পাক দেখিলে কেমন হতো
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো।