Jodi Deke Boli Esho Hat Dhoro Lyrics: “চলো বৃষ্টিতে ভিজি“Cholo Brishtite Vije- জনপ্রিয় গানটি গেয়েছেন বাংলাদেশের বিখ্যাত সংগীত শিল্পী ও গীতিকার হাবীব ওয়াহিদ। পরবর্তীতে গানটি গেয়েছেন আরেক জনপ্রিয় সংগীত শিল্পী কনা। গানটি “আমার আছে জল“ নামক অ্যালবামের একটি সুপারহিট গান। বাংলা গানটির লিরিক্স নিচে আপনাদের জন্য উপস্থাপন করলাম।

Jodi Deke Boli Esho Hat Dhoro Lyrics
বাদলা দিনে মনে পড়ে ছেলে বেলার গান
বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলা বান
যদি ডেকে বলি, এসো হাত ধর
চলো ভিজি আজ বৃষ্টিতে
এসো গান করি মেঘো মল্লারে
করুনাধারা দৃষ্টিতে
আসবে না তুমি, জানি আমি জানি
অকারণে তবু কেন কাছে ডাকি?
কেন মরে যাই তৃষ্ণাতে এইই
এসো না চলো জলে ভিজি
শ্রাবণ রাতের বৃষ্টিতে
কতো না প্রণয় ভালোবাসাবাসি
অশ্রু সজল কতো হাসাহাসি
চোখে চোখ রাখা জলছবি আঁকা
বকুল কোন ধাগাতে
কাছে থেকেও তুমি কত দূরে
আমি মরে যাই তৃষ্ণাতে
চলো ভিজি আজ বৃষ্টিতে
যদি ডেকে বলি, এসো হাত ধর
চলো ভিজি আজ বৃষ্টিতে
এসো গান করি মেঘো মল্লারে
করুনাধারা দৃষ্টিতে
আসবে না তুমি, জানি আমি জানি
অকারণে তবু কেন কাছে ডাকি?
কেন মরে যাই তৃষ্ণাতে এইই
এসো না চলো জলে ভিজি
শ্রাবণ রাতের বৃষ্টিতে
বাদলা দিনে মনে পড়ে ছেলে বেলার গান
বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলা বান।