‘Bolo Sathiya / বলো সাথিয়া’ গানটি কন্ঠ শিল্পী নুসরাত বৃষ্টি ও বাংলাদেশের বিখ্যাত শিল্পী ইমরান মাহমুদের একটি জনপ্রিয় গান। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন এবং সুর করেছেন শিল্পী ইমরান নিজেই। গানটির ডিরেক্টর হচ্ছে সৈকত রেজা এবং লেভেল হচ্ছে সংগীতা, অনলাইন ডিস্ট্রিবিউশন হচ্ছে QINETIC MUSIC ।

বলো সাথিয়া… হায়
ভাংগা মনে লাগে কি জোড়া
বলো না বলো… হায়
ডানা ছাড়া যায় কি ওড়া।
তুমি হীনা রাত দিন
লাগে কি যে কঠিন
কেউ জানে না জানে হৃদয়…
তুমি হীনা রাত দিন
লাগে কি যে কঠিন
কেউ জানেনা জানে সময়…
বলো সাথিয়া… হায়। (ঐ)
দীপ নিভে যাওয়া আড়ালে
কেন তুমি পা বাড়ালে ?
মেঘলা মনেরই আকাশে
সূর্য হয় না উদয় ।
ওন…আ…. তুমি হীনা রাত দিন
লাগে কি যে কঠিন
কেউ জানেনা জানে হৃদয়…
তুমি হীনা রাত দিন
লাগে কিযে কঠিন
কেউ জানেনা জানে সময়….
বলো সাথিয়া… হায়
ভাংগা মনে লাগে কি জোড়া (সাথিয়া)
বলো না বলো… হায়
ডানা ছাড়া যায় কি ওড়া
আ… না… না…
আ… আ…
আ…
ঘুম উড়ে যাওয়া এই রাতে
চাইযে তোমাকে ফেরাতে
সপ্ন জড়ানো দু’চোখে
লুকিয়ে আছে সংশয়,
ওন…আ…. তুমি হীনা রাত দিন
লাগে কি যে কঠিন
কেউ জানেনা জানে হৃদয়…
তুমি হীনা রাত দিন
লাগে কি যে কঠিন
কেউ জানেনা জানে সময়…
বলো সাথিয়া… হায় । (ঐ)