‘Chiro Odhora Lyrics/ চির অধরা’ গানটি গেয়েছেন ও সর করেছেন বিখ্যাত শিল্পী মিফতাহ জামান। গানটির কথা লিখেছেন তুষার হাসান। মিউজিক অমিত মল্লিক। এটি ‘শুধু তোমাকে’ এলবামের একটি জনপ্রিয় গান। গানটি ‘G Series Music’ নামে ইউটিউব চ্যানেলে সর্বপ্রথম প্রচারিত হয়।

অবাক চাঁদের আলোয় দেখো
ভেসে যায় আমাদের পৃথিবী
আড়াল হতে দেখেছি তোমার
নিষ্পাপ মুখখানি
অবাক চাঁদের আলোয় দেখো
ভেসে যায় আমাদের পৃথিবী
আড়াল হতে দেখেছি তোমার
নিষ্পাপ মুখখানি,
ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়
বুঝিনি কভু সেই মায়াতো আমার তরে নয়
ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়
বুঝিনি কভু সেই মায়াতো আমার তরে নয়
ভুলগুলো জমিয়ে রেখে বুকের মণিকোঠায়
আপন মনের আড়াল থেকে
ভালবাসবো তোমায় ভালবাসবো তোমায়।।
তোমার চিরচেনা পথের ঐ সীমা ছাড়িয়ে
এই প্রেম বুকে ধরে আমি হয়তো যাবো হারিয়ে
চোখের গভীরে তবু মিছে ইচ্ছে জড়িয়ে
একবার শুধু একটিবার হাতটা দাও বাড়িয়ে,
তোমার চিরচেনা পথের ঐ সীমা ছাড়িয়ে
এই প্রেম বুকে ধরে আমি হয়তো যাবো হারিয়ে
চোখের গভীরে তবু মিছে ইচ্ছে জড়িয়ে
একবার শুধু একটিবার হাতটা দাও বাড়িয়ে
===Chiro Odhora Lyrics===
ডাকবেনা তুমি আমায় জানি কোনোদিন
তবু প্রার্থনা তোমার জন্য হবেনা মলিন
হবেনা মলিন………………………
ডুবেছি আমি তোমার চোখের
অনন্ত মায়ায়
বুঝিনি কভু সেই মায়াতো আমার তরে নয়
ভুলগুলো জমিয়ে রেখে বুকের মণিকোঠায়
আপন মনের আড়াল থেকে
ভালোবাসবো তোমায় ভালোবাসবো তোমায়…
হাজার বছর এমনে করে
আকাশের চাঁদটা আলো জ্বেলে
আমার পাশে প্রান্ত ছাঁয়া
আজীবন রয়ে যাবে
তবু এ অসহায় আমি
ভালোবাসবো তোমাকে
শুধু যে তোমাকে….
ভালোবাসবো তোমাকে।।