“বোঝে না সে বোঝে না/Bojhena Shey Bojhena” গানটি গেয়েছেন বিখ্যাত ও জনপ্রিয় ভারতীয় সংগীত শিল্পী অরিজিৎ সিং। গানটির কথা লিখেছেন প্রসেন এবং মিউজিক কম্পোজ করেছেন ইন্দ্রদীপ দাসগুপ্ত। গানটিতে অভিনয় করেছেন সোহম চক্রবর্তী এবং মিমি চক্রবর্তী, আবির চ্যাটার্জি ।

Bojhena Shey Bojhena Lyrics
ইচ্ছে করছে ডাকতে
তার গন্ধে মেকে থাকতে
কেন সন্ধ্যে-সন্ধ্যে নামলে সে পালায়?
তাকে আটকে রাখার চেষ্টা
আরও বাড়িয়ে দিচ্ছে তেষ্টা
আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়
বোঝে না সে বোঝে না……….
পায় স্বপ্ন-স্বপ্ন লগ্নে
তার অন্য অন্য ডাকলাম
তাকে নিত্য নতুন যত্নে কে সাজায়
সব স্বপ্ন সত্যি হয় কার
তবু দেখতে দেখতে কাটছি
আর হাঁটছি যেদিকে আমার দু’চোখ যায়
বোঝে না সে বোঝে না……….
আজ সব সত্যি মিথ্যে
দিন বলছে যেতে যেতে
মন গুমরে-গুমরে মরছে, কি উপায়?
জানি স্বপ্ন সত্যি হয় না
তবু মন মানচে চায় না
কেন এমন রাত্রি নামছে জানলায়?
বোঝে না সে বোঝে না……….
এটা গল্প হলেও পারতো
পাতা একটা আধটা পড়তাম
খুব লুকিয়ে বাঁচিয়ে রাখতাম তাকে
জানি আবার আসবে কালকে
নিয়ে পালকি-পালকি ভাবনা
ফের চলে যাবে করে একলা আমাকে