‘Bahir Bole Dure Thakuk / বাহির বলে দূরে থাকুক’ জনপ্রিয় গানটি গেয়েছেন বিখ্যাত কন্ঠশিল্পী হাবিব ওয়াহিদ ও ন্যান্সি। গানটির প্রযোজক ছিল হাবিব ওয়াহিদ নিজেই। এটি একটি আকর্ষণীয় বাংলা গান। গানটি পছন্দ করেন না এমন লোক পাওয়াই মষকিল। মাহিম মিউজিক ইউটিউব চ্যানেলে গানটি প্রথম প্রকাশিত হয়। সবাই যাতে সহজে গানটি গাইতে পারে তার জন্য লিরিক্স লিখে দিলাম। ইসংলিরিক্সের সাথে থাকার জন্য সবাকে ধন্যবাদ জানাচ্ছি।

বাহির বলে দূরে থাকুক লিরিক্স – হাবিব ও নান্সি
বাহির বলে দূরে থাকুক
ভিতর বলে আসুকনা
ভিতর বলে দূরে থাকুক
বাহিরে বলে আসুকনা।
ঢেউ জানা এক নদীর কাছে
গভীর কিছু শেখার আছে
সেই নদীতে নৌকো ভাসাই
ভাসাই করে ভাসাই না
না ডুবাই না ভাসাই
না ভাসাই না ডুবাই। (ঐ)
জল ডাকে আগুনও টানে
আমি পড়ি মধ্যিখানে
দুই দিকে দুই খন্ড হয়ে
যায় আবার যায়না
না নিভায় না জ্বালায়
না জ্বালায় না নিভায়। ((ঐ))