‘Ami Nei Amate/ আমি নেই আমাতে ’ গানটি বিখ্যাত কন্ঠ শিল্পীপ ইমরান ও বৃষ্টির একটি জনপ্রিয় গান। গানটি ইউটিউব চ্যানেল Sangeeta Music -এ প্রথমে প্রকাশি হয়। গানটি বিখ্যাত এ্যালবাম ‘বলতে বলতে চলতে চলতে’ এর একটি গান। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। লেভেল হচ্ছে সংগীতা। আজকের তারিখ অনুযায়ী গানটি দর্শকেরা ইউটিউবে ভিউ করেছেন প্রায় ২০ মিলিয়ন বার। নিঃসন্দেহে Ami Nei Amate Song টি জনপ্রিয়তার শীর্ষস্থান দখল করেছে। বিভিন্ন মিউজিক্যাল শোতে গানটি শিল্পী ইমরানকে গায়তে দেখতে দেখা যায়। গানটি যাতে আপনারা গাইতে পারেন তার জন্য এখানে লিখে উপস্থাপন করলাম। EsongLyrics এর সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

জানিনা কেন পৃথিবী আমার
লাগে এত অসহায়
আঁধারের জলে ভাসে জীবন
সব আলো নিভে যায়।
মনে হয়… আমি নেই আমাতে
হারিয়ে গেছি সেই তোমাতে।
রোজ মাঝরাতে খোঁজে ভাবনাতে
পাই তোমায়,
ভোর ঘুম ভাঙ্গে ঘোর চোখ রাঙ্গে
নেই তুমি হায়।
ডুব হাতছানি, চুপ মুখখানি
যায় খুঁজে….,
দূর কোনখানে সুর মন টানে
হলো কি যে..
মনে হয় আমি নেই আমাতে
হারিয়ে গেছি সেই তোমাতে।
নীল সীমানায় মিলে দুজনায়
হয় যেনো,
হই ঘরছাড়া রই পথহারা
বলো কেনো?
এই বুকজুড়ে ওই সুখপোড়ে
বারেবার,
দাগ থেকে যায় রাগ ঢেকে যায়,
স্মৃতি তোমার।
মনে হয় আমি নেই আমাতে
হারিয়ে গেছি সেই তোমাতে।