Ami Je Jalsaghare Lyrics in Bangla: “আমি যে জলসা ঘরে” এটি একটি বিখ্যাত প্রয়াত শিল্পী মান্না দে এর একটি অসাধারণ জনপ্রিয় গান। Antony Firingee নামক বাংলা মুভিতে সর্বপ্রথম এ গানটি গাওয়া হয়েছিল। গানের কথাগুলো লিখেছেন Gauriprasanna Mazumder এবং সিনেমাটির পরিচালনায় ছিলেন Sunil Banarjee। উক্ত সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন- বিখ্যাত নায়ক উত্তম কুমার এবং অভিনেত্রী তানুজা। গানের কথাগুলো নিচে আপনাদের জন্য উপস্থাপন করলাম।

Song Title : Ami Je Jalsaghare
Movie: Antony Firingee
Artist: Manna Dey
Youtube Channel: Angel Bengali Songs
Channel Subscribers: 2.51M
Lyricist: Gauriprasanna Mazumder
Music Director: Anil Bagchi
First Release: 1967
Director: Sunil Banerjee
Mood: Sad
Theme: Love
Starcast: Uttam Kumar, Tanuja, Ashim Kumar, Asit Baran
Ami Je Jalsaghare Lyrics in Bangla
আমি যে জলসা ঘরে
বেলোয়াড়ী ঝাড়
আমি যে জলসা ঘরে
বেলোয়াড়ী ঝাড়
আমি যে জলসা ঘরে।
নিশি ফুরালে কেহ
চায় না আমায় জানি গো আর
নিশি ফুরালে কেহ
চায়না আমায় জানি গো আর
আমি যে জলসা ঘরে।
আমি যে আতর ওগো
আতরদানী ভরা
আমি যে আতর ওগো
আতরদানী ভরা
আমারই কাজ হলো যে
গন্ধে খুশী করা
কে তারে রাখে মনে
ফুরালে হায় গন্ধ যে তার
কে তারে রাখে মনে
ফুরালে হায় গন্ধ যে তার
আমি যে জলসা ঘরে।
হায় গো কী যে আগুন
জ্বলে বুকের মাঝে
হায় গো কী যে আগুন
জ্বলে বুকের মাঝে
বুঝেও তবু বলতে পারি না যে
আলেয়ার পিছে আমি
মিছেই ছুটে যাই বারে বার।
আলেয়ার পিছে আমি
মিছেই ছুটে যাই বারে বার
আমি যে জলসা ঘরে
বেলোয়াড়ী ঝাড়
আমি যে জলসা ঘরে
নিশি ফুরালে কেহ
চায় না আমায় জানি গো আর
নিশি ফুরালে কেহ
চায়না আমায় জানি গো আর
আমি যে জলসা ঘরে।