‘তোকে নিয়ে বেঁচে আছি’ গানটি গেয়েছে সবার জনপ্রিয় শিল্পী ইমরান মাহমুদুল। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। ভিডিও ডিরেক্টর হচ্ছে তানিম রহমান অংশো। কেস্ট হচ্ছে ইমরান মাহমুদুল এবং তানজিন তিশা। সিনেমেট্রোগ্রাপার হচ্ছে রফিকুল ইসলাম। গানটি প্রথমে ইউটিউব চ্যানেল ‘গানচিল মিউজিক’ প্রকাশ করে। আজকের তারিখ পর্যন্ত ভিজিটরা গানটি দেখেছেন ৮৪ লক্ষ বার। নিঃসন্দেহে একটি জনপ্রিয় গান। গানটি আপনারা যাতে সহজে গায়তে পারেন তার জন্য নিচে গানটির লিরিক্স উপস্থাপন করলাম। EsongLyrics এর সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

তোকে নিয়ে বেঁচে আছি
এই বেশ ভালো আছি
নেই আর এই আমার কোন স্বপন।
এলি তুই কাছাকাছি
মেঘ রোদ কানামাছি
নেই আর কেউ আমার এতো আপন।
বেপরোয়া প্রেমে গেছি আমি থেমে,
তোকে শুধু দিয়েছি আমার এ মন,
আমার এ মন। (ঐ)
চল দু’জনে আজ বিজনে
হারিয়ে যাবো রংয়ের ডানায়।
এই জীবনে এই ভুবনে
আমার পাশে তোকেই মানায়,
তোরই কথা বলি তোরই পথে চলি
তোকে শুধু দিয়েছি আমার এ মন
আমার এ মন। (ঐ)
দিন ফুরাবে রাত গড়াবে
তোর আর আমার চোখের পাতায়।
সুখ ছড়াবে মন জড়াবে
ভালোবাসার গল্প কথায়,
যাই যত দূরে আসি ফিরে ফিরে
তোকে শুধু দিয়েছি আমার এ মন
আমার এ মন। (ঐ)