Haire Amar Mon Matano Desh/ হায়রে আমার মন মাতানো দেশ ’ একটি জনপ্রিয় দেশাত্মবোধক গান। গানটি জাতীয় অনুষ্ঠানসহ বিভিন্ন সাংস্কৃতিক উৎসবে গাইতে দেখা যায়। গানটি যাতে আপনিও গাইতে পারেন তার জন্য লিরিক্স লিখে উপস্থাপন করলাম।
হায়রে আমার বুকের মাঝে
হাজার তারের বীণা বাঁজে
অবাক চোখে পলকপড়ে না
রূপ দেখে তোর কেন আমার
নয়ন ভরে না
তোরে এত ভালোবাসি তবু
পরান ভরে না
===Haire Amar Mon Matano Desh Lyrics====
যখন তোর ঐ আকাশ নীলে
পাল তুলে যায় সাত সাগরের পসরা
নদীর বুকে হাতছানি দেয়
লক্ষ ঢেউয়ের মানিক গুনার ইশারা
নয়ন পাখি দিশা হারায়
প্রজাপ্রতির পাখায় পাখায়
কাজের কথা মনে পরে না
রূপ দেখে তোর কেন আমার
নয়ন ভরে না
তোরে এত ভালোবাসি তবু
পরান ভরে না।
===Haire Amar Mon Matano Desh Lyrics====