Je Matir Buke Ghumiye Ache | যে মাটির বুকে ঘুমিয়ে আছে লিরিক্স ’ গানটি গেয়েছে বিশিষ্ট কন্ঠ শিল্পী সৈয়দ আব্দল হাদী। বছরের পর বছর গানটি মানুষের হ্রদয়ে এখনো আছে। গানটির কথা লিখেছেন নাছিমা খান। সুর ও প্রযোজনা করেছেন সেলিম আশরাফ। এটি একটি বাংলাদেশের জনপ্রিয় দেশের গান। আপনি যাতে সহজে গানটি গাইতে পারেন তার জন্য লিরিক্স লিখে দিলাম। esonglyrics.com এর সাথে থাকার জন্য ধন্যবাদ।

যে মাটির বুকে ঘুমিয়ে আছে
লক্ষ মুক্তি সেনা
দে না তোরা দে না
সে মাটি আমার
অঙ্গে মাখিয়ে দে না ।।
রোজ এখানে সূর্য ওঠে
আশার আলো নিয়ে
হৃদয় আমার ধন্য যে হয়
আলোর পরশ পেয়ে ।।
সে মাটি ছেড়ে অন্য কোথাও
যেতে বলিস না
দে না তোরা দে না
সে মাটি আমার
অঙ্গে মাখিয়ে দে না। (ঐ)
===Je Matir Buke Ghumiye Ache Lyrics===
রক্তে যাদের জেগেছিল
স্বাধীনতার নিশা
জীবন দিয়ে রেখে গেছে
মুক্ত পথের দিশা
সে পথ ছেড়ে ভিন্ন পথে
যেতে বলিস না
দে না তোরা দে না
সে মাটি আমার
অঙ্গে মাখিয়ে দে না। (ঐ)
===যে মাটির বুকে ঘুমিয়ে আছে লিরিক্স===