`Jai Din Jai Ekaki | যায় দিন যায় একাকী’ গানটি গেয়েছে বিশিষ্ট কন্ঠ শিল্পী এস আই টুটুল। গানটির কথা লিখেছেন কবির বকুল। গানটির প্রডিউসার হচ্ছে তুহিন বড়ূয়া। ’হ্রদয়ের কথা’ বাংলা সিনেমাতে গানটি পরিবেশন করা হয়েছিল। উক্ত সিনেমায় অভিনয়ে ছিলেন বিশিষ্ট অভিনেতা রিয়াজ ও পূর্ণিমা। বছরের পর বছর গানটি মানুষের হ্রদয়ে এখনো আছে। আপনি যাতে সহজে গানটি গাইতে পারেন তার জন্য লিরিক্স লিখে দিলাম। esonglyrics.com এর সাথে থাকার জন্য ধন্যবাদ।
যায় দিন, যায় একাকী
তার বিহনে কেমনে বলো থাকি
যায় দিন, যায় একাকী
তার বিহনে কেমনে বলো থাকি,
ভালোবাসা এ অন্তরে
অভিমানে কেঁদে মরে
ও…এই বুকেতে দুঃখ বেঁধে রাখি। (ঐ)
আজ বিরহের অক্ষর দিয়ে
মন লিখেছে কবিতা
সেই কবিতার নাম দিয়েছে
হৃদয়ের কথা,
ভালোবাসা এ অন্তরে
অভিমানে কেঁদে মরে
ও…এই বুকেতে দুঃখ বেঁধে রাখি। (ঐ)
তারি আসার প্রহর গুণে
দিন এমনি ফুরাবে
ও…না পাওয়ার এ মন আকাশে
স্বপ্নে এঁকে যাবে,
ভালোবাসা এ অন্তরে
অভিমানে কেঁদে মরে
ও…এই বুকেতে দুঃখ বেঁধে রাখি। (ঐ)