Bhengeche Pinjor Bangla Song Lyrics |ভেঙ্গেছে পিঞ্জর মেলেছে ডানা লিরিক্স

`Bhengeche Pinjor | ভেঙ্গেছে পিঞ্জর মেলেছে ডানা’ গানটি গেয়েছে প্রয়াত বিশিষ্ট কন্ঠ শিল্পী এন্ড্র কিশোর। গানটির কথা লিখেছেন গাজী মাজহারুল আনওয়ার। গানটির কম্পোজার হচ্ছে আলাউদ্দীন আলী। ’ভাই বন্ধু’ বাংলা সিনেমাতে গানটি গাওয়া হয়েছিল। বছরের পর বছর গানটি মানুষের হ্রদয়ে এখনো আছে। আপনি যাতে সহজে গানটি গাইতে পারেন তার জন্য লিরিক্স লিখে দিলাম। esonglyrics.com এর সাথে থাকার জন্য ধন্যবাদ।

ভেঙ্গেছে পিঞ্জর মেলেছে ডানা
উড়েছে পাখি পথ অচেনা
নিড়েরই ঠিকানা পাবে কিনা
পাখি তা নিজেই জানে না
নিড়েরই ঠিকানা পাবে কিনা
পাখি তা নিজেই জানে না। (ঐ)

হঠাৎ এসে যদি বৈশাখি ঝড়
ভেঙে দেয় গানের আসর
কভু যদি পাখির গান থেমে যায়
আকাশ কি দেবে বিদায়,
হে…আ….হা …হা ….
তবে কি হৃদয়ের লেনা দেনা
কেউ তা মনে রাখে না। (ঐ)

তবু আশায় পাখি বাঁধে যে মন
আলোতে রাঙায় জীবন
নতুন কথায় আজ প্রাণেরই সুর
হয়েছে কানের নুপূর
হে…আ….হা …হা ….
যেটুকু হয়েছে জানাশোনা
হারিয়ে যেতে দেব না। (ঐ)

Leave a Reply

Your email address will not be published.