Ek Bindu Bhalobasha Dau | এক বিন্দু ভালবাসা দাও ’ গানটি গেয়েছেন বিশিষ্ট কন্ঠ শিল্পী এন্ড্রু কিশোর ও কনক চাঁপা। গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান মনির। এটি ’মনে প্রাণে আছ তুমি’ নামক সিনেমার একটি জনপ্রিয় বাংলা গান। সিনেমাটিতে অভিনয় করেছেন অভিনেতা সাবিক খান ও অপু বিশ্বাস। আপনি যাতে সহজে গানটি গাইতে পারেন তার জন্য লিরিক্স লিখে দিলাম। esonglyrics.com এর সাথে থাকার জন্য ধন্যবাদ।
এক বিন্দু ভালবাসা দাও
আমি এক সিন্ধু হৃদয় দেবো
মনে প্রাণে আছো তুমি
চিরদিনই আমি তোমার হবো ।
চেয়ে চেয়ে থাকি
তোমায় শুধু দেখি
কি আছে তোমার মাঝে
বলো কি আছে তোমার মাঝে,
কাছে যদি ডাকো
পাশে যদি রাখো
কিছু আমি চাই না যে
আর কিছু আমি চাই না যে
এক নিঃশ্বাসে এক বিশ্বাসে
তোমার প্রেমে আমি বেঁচে রবো। (ঐ)
যত বারই ভাবি
ভাসে তোমার ছবি
পারিনা মুছে দিতে
আমি পারিনা মুছে দিতে
কি যে হবে ক্ষতি
করো যদি সাথী
জীবনও চলার পথে
তোমার জীবনও চলার পথে
এক অন্তরে এক বন্দরে
আপন করে আমি বেঁধে নেবো। (ঐ)