Ami Pathore Ful Fotabo| আমি পাথরে ফুল ফোটাবো ’ গানটি গেয়েছেন বিশিষ্ট কন্ঠ শিল্পী এন্ড্রু কিশোর। গানটির কথা লিখেছেন মিল্টন কন্দকার। এটি ’শেষ ঠিকানা’ নামক সিনেমার একটি জনপ্রিয় বাংলা গান। সিনেমাটিতে অভিনয় করেছেন অভিনেতা অমিত হাসান ও শাবনুল। আপনি যাতে সহজে গানটি গাইতে পারেন তার জন্য লিরিক্স লিখে দিলাম। esonglyrics.com এর সাথে থাকার জন্য ধন্যবাদ।
আমি পাথরে ফুল ফোটাবো,
শুধু ভালোবাসা দিয়ে,
আমি সাগরে ঢেউ থামাবো,
শুধু ভালোবাসা দিয়ে,
তুমি যদি থাকো, আমারি পাশে।
মনে মনে যারে,
খুঁজে চলি আমি,
জানিনা তো কোথায়,
আছো সেই তুমি,
ডাকো কাছে ডাকো, সাথী হয়ে থাকো,
এই জীবনে। (ঐ)
ঝিকিমিকি তাঁরা,
জ্বলে আর নেভে,
কাটেনা যে সময়,
তোমায় ভেবে ভেবে,
কবে দেখা দেবে কাছে টেনে নেবে,
এই ভুবনে। (ঐ)