Ami Ekdin Tomay Na Dekhile Lyrics | আমি একদিন তোমায় না দেখিলে লিরিক্স

Ami Ekdin Tomay Na Dekhile / আমি একদিন তোমায় না দেখিলে’ গানটি বাংলাদেশের একটি জনপ্রিয় গান। গানটি প্রথম গেয়েছিলেন বাংলাদেশে দুইজন বিখ্যাত শিল্পী রুনা লায়লা ও এন্ড্রু কিশোর। গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান মনির। গানটি ‘দুই জীবন’ বাংলা সিনেমার গান। সিনেমাটির পরিচালক ছিলেন আবদুল্লাহ আল মামুন। গানটির কথা নিচে উপস্থাপন করলাম। EsongLyrics.com এর সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

=== Ami Ekdin Tomay Na Dekhile Lyrics ===

আমি একদিন তোমায় না দেখিলে
তোমার মুখের কথা না শুনিলে
পরাণ আমার রয়না পরাণে ।

ফুলের বাহার নদীর জোয়ার
রূপের মাধুরিতে আছে গো তোমার
প্রেমের ভূবনে রঙে রঙে দু’জনে
সেজেছি আজ ফাগুণে
তুমি আমার স্বপ্ন নয়নে। (ঐ)

=== Ami Ekdin Tomay Na Dekhile Lyrics ===

প্রেমের ভূবন কেনো গো এমন
কাছে না পেলে তোমায় লাগে গো কেমন
আগুণে পুড়িয়া অন্তর খাটি করিয়া
এনেছি এ লগনে…..
তুমি আমার স্বপ্ন নয়নে। (ঐ)

=== Ami Ekdin Tomay Na Dekhile Lyrics ===

Leave a Reply

Your email address will not be published.